গত মাসের জাতীয় নির্বাচনে চমক সৃষ্টি করে প্রধান বিরোধী দলীয় নেতার আসন ছিনিয়ে নেওয়া এনডিপি নেতা জ্যাক লেটন গত সংসদের সবচেয়ে ‘কম ভদ্র’ সাংসদ। হাউজ অব কমন্সে সংসদ সদ্যদের আচরন বিশেষ করে প্রশ্ন উত্তর পর্বে এমপিদের ব্যবহার বিশ্লেষন করে তৈরি করা সাম্প্রতিক এক সমীক্ষায় জ্যাক লেটন সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে।
ম্যাকমাষ্টার ইউনিভার্সিটি এবং টরন্টো ভিত্তিক একটি গবেষনা প্রতিষ্ঠান গত সংসদে অন্তত ৫০টি প্রশ্ন করেছেন বা উত্তর দিয়েছেন এমন সাংসদদের উপর একটি ‘সিভিলিটি ইনডেক্স’ (ভদ্রতা সূচক) তৈরি করেছে। শূণ্য থেকে ১০০ পর্যন্ত স্কেলে ভদ্রতার সূচকে বিরোধী দলীয় নেতা জ্যাক লেটন স্কোর করেছেন ৩৯। এটিই হচ্ছে সর্বনিম্ন স্কোর।
অর্থ্যাৎ তিনি হচ্ছেন সবচেয়ে কম ভদ্র এমপি। তার ঠিক কাছাকাছি স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দলকে বিপর্যয়ে মুখে ঠেলে দিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়া লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনাটিয়েফ। তাঁর স্কোর হচ্ছে ৪০। এমপিদের মধ্যে সবচেয়ে ভদ্র এমপি হিসেবে বিবেচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির রোনা এমব্রোস। তবে ভদ্রতার সূচকে সবচেয়ে বেশি স্কোর পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার পিটার মিলিকেন।
তার স্কোর হচ্ছে ৮০।
ভদ্রতার সূচকে সরকারি দলের সাংসদদের গড়পরতা স্কোর হচ্ছে ৫৪ আর বিরোধী দলের সাংসদদের স্কোর ৪৩। সামগ্রিকভাবে কানাডীয়ান এমপিদের ভদ্রতার স্কোর হচ্ছে ৪৯। প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং ব্লক কুইবেকো নেতা জিলেট ডুসেপ অবশ্য গড়পরতা এমপিদের চেয়ে বেশি স্কোর করেছেন। স্টিফেন হারপারের স্কোর হচ্ছে ৫০ আর ব্লক নেতার স্কোর ৫১।
দলগত বিশ্লেষনে ভদ্রতার সূচকে এনডিপির স্কোর ৪১ আর লিবারেল পার্টির ৪২ ।
এনডিপি নেতা জ্যাক লেটন প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওযার পর তিনি ঘোষনা করেছেন, তার অগ্রাধিকার হচ্ছে সংসদে ‘ভদ্রতা’ ফিরিয়ে আনা। এখন অবশ্য তিনি নিজেরই সবচেয়ে ‘কম ভদ্র’ এমপির খেতাব পেলেন। দলীয় সূত্রগুলো অবশ্য এই সূচকের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে, সরকার যেহেতু ক্ষমতায় সে কারনেই তারা ধীরে স্থিরে ঠান্ডা মাথায় সংসদে ব্যবহার করতে পেরেছে।
বিরোধী দলের বক্তব্যের প্রতি এক ধরনের উপেক্ষা দেখানোর প্রবণতা হিসেবেও তারা সংসদে ঠাণ্ডা আচরন করেছে। আপরদিকে জ্যাক লেটন এবং মাইকেল ইগনাটিয়েফকে সংসদে তাদের দাবিদাওয়া সরকারকে শুনতে বাধ্য করার জন্যেই ‘অভদ্র আচরন’ করতে হয়েছে। সূত্র: নতুনদেশ ডটকম
http://www.notundesh.com/shirshokhobor.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।