বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... (সুফি সাধক, কবি জালাল উদ্দিন রুমি সম্পর্কে নতুন করে বলার নেই । অসাধারন তার প্রতিটি কবিতা।) যা বলা হয়েছে তাই .... গোলাপকে প্রষ্ফুটিত হতে বলা হয়েছে আমাকেও বলা হয়েছে সে কথা এইখানে আমার বুকের মাঝে। সাইপ্রাস গাছকে কি বলা হয়েছে যে কারনে তারা বেড়ে উঠে । এতো দৃঢ় আর সোজা হয়ে । জেসমিনের কানে কানে কি বলায় তারা এখন জেসমিন, ঈক্ষু কেমন করে সুমিষ্ঠ হলো, কি বলা হয়েছে তুর্কিস্কানের বাসিন্দাদের যে কারনে তারা এতো সুদর্শন আনারের ফুল ফুটলে মানুষের মুখের মতো কেনো দেখায়, সেকথা এখন আমাকে বলা হচ্ছে । আমি উজ্বল হয়ে উঠি, ভাষার মাঝে যে অলংকার সমাবেশ তা এখানেই ঘটে চলছে । বিশাল ভান্ডারের দরজা উন্মুক্ত, এক টুকরা ইক্ষু চিবিয়ে আমার মন একজনের প্রতি কৃতজ্ঞতায় পূর্ন হয়, যিনি সব কিছুর মালিক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।