আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য হাসাহাসি হয়ে যাক......

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... ১। চোখ আর ক্যামেরায় পার্থক্য শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’ খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’ ২। শিক্ষা শিক্ষক : নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে (মাধ্যাকর্ষণ শক্তি) থেকে আমরা কী শিখলাম? ছাত্র : ক্লাসে বসে না থেকে গাছতলায় বসে থাকা দরকার। ৩।

ছেলে বড় হয়ে কী হবে : মাষ্টার সাহেব, আপনার কী মনে হয়, আমার ছেলে বড় হয়ে কী হবে? : মনে হয় মহাকাশচারী হবে? : কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন? : বারবার বুঝিয়ে দেওয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি, তখন দেখলে মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল। ৪। আবার ফিরতে হবে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে দু’জন গার্ড ফায়ারিং স্কোয়াডের দিকে নিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ। প্যাচপেচে কাদা! পা দেবে যায়।

আসামি বলল, হাঁটতে খুব কষ্ট হচ্ছে : আমাদের কথা একবার ভাবুন। এই কাদা মাড়িয়ে আবার ফিরতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।