.... যদি হয়, হবে একা একা ...
" নদীর ভেতরে নদী কেঁদে ওঠে তৃষ্ণা-হাহাকারে
নদীর ভেতরে নদী কেঁদে ওঠে অকারণ-সৃষ্ট জলভারে
গ্রামের ভেতরে গ্রাম প্রতিদিন চুরি হয়ে যায়
বৃক্ষের ভেতরে বৃক্ষ পরাজিত, অন্তরালে
নিহত, কাতরায় ...
তবু হায় !
মানুষের বুকের ভেতরে নাই মানুষের বাস ; "
ভয়ানক বদলে গেলে রঙের আকাশ
পৃথিবীর শেষ ডোডোপাখি এসে অদৃশ্য হবার ঠিক আগে
এইসব বলে গেল ; ইঁদুর-দৌড়ানো শাহবাগে,
কেন যে আমার কানে কানে !
বিনিদ্র বাতাস জানে
ভাসমান মেঘদল জানে ;
তার
ঠোঁট থেকে ঝরেপড়া রক্তবিন্দু ধরে আছি হাতে
সেই থেকে নির্ঘুম, বিবিধ শংকাতে---
আর
ভয় --- সে তো বুকের গহনে এক বিবিধ বাহিনী ;
বাংলার শেষতম শ্যামাঙ্গীও রাজার বজরায় !
এই যে সামান্র কথা, তুচ্ছ কাহিনী
কার সাথে ভাগাভাগি করে নেওয়া যায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।