সুস্থ্য ব্লগিং করতে চাই.........
হাতের লেখা দেখে কম্পোজ করতে দন্ত-স 'ম', 'ঘ' কিংবা 'খ' হয়ে যেতে পারে। 'হ' হয়ে যেতে পারে 'জ', 'খ' হয়ে যেতে পারে 'থ', 'ভ' হয়ে যেতে পারে 'ত'। তবু বাক্য দেখে তা সংশোধনযোগ্য। অন্য ক্ষেত্রে চট্টগ্রাম বানানটি অনেকেই লিখে থাকেন চট্রগ্রাম। এটি যুক্তবর্ণ না চেনাজনিত ভুল।
তেমনি ভুল 'গ্রন্থ'কে 'গ্রস্ত' করা। অথচ এধরনের 'সামান্য ভুল কতটা মর্মান্তিক তার একটি উদাহরণ হচ্ছেঃ বোর্ড রেজিস্ট্রেশনে এক ছাত্রের নাম 'উদ্ধব' থেকে মূদ্রিত হয়েছে 'উদ্রব'। এখানেও কম্পোজিটর/ কম্পিউটার অপারেটর যুক্তিবর্ণের দ্বিধায় দ্বিধান্বিত। তবু রক্ষে অতি বুদ্ধি খাটিয়ে তিনি শব্দটিকে 'উপদ্রব' করে দেননি। আর বেচারা ছাত্রটিকে সারাজীবন উদ্রব হয়েই পরিচয় দিতে হচ্ছে।
উলেস্নখ্য, বোর্ড এ ধরনের ভুলকে 'ভুল তো ভুলই' বলে এড়িয়ে গেলেও ছাত্রছাত্রীদের কিন্তু হয়রানি আর অর্থদণ্ড দিতে দিতে কূল পাওয়া দুস্তর। সেজন্যই বেচারা উদ্ধব বোর্ডের উপদ্রব না হয়ে 'উদ্রব' হয়েই জীবন অতিবাহিত করছে। আমরা সবাই যদি কর্মক্ষেত্রে একটু আন্তরিক বা সচেতন হই তাহলেই এ ধরনের ভুলকে এড়িয়ে যাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।