কৃএিমতা নয়,আমার আমিকে খুঁজতে চাই.....। আমি কোন কবি না । সাহিত্যিকও না। এক এমন ক্ষুদ্র মানুষ যে খুঁজে ফিরছে মানুষ হওয়ার মানে। আমার মৃত্যুর পর কেউ আমায় মনে রেখে তার বোঝা বাড়াক, তা আমি চাইনা।
শুধু চাই বেঁচে থেকেই,বেঁচে থাকার মাঝেই- বেঁচে থাকতে। আপনাদের এই পৃথিবীটা যত বড়ই হোক না কেন,আমার নিজের সেই তুলনায় অতিশয় নগন্য একটা ছোট্ট পৃথিবী আছে। সেখানে লোভ আছে,ঘৃণা আছে,কৃএিমতা আছে-আর আছে কিঞ্চিত পরিমান ত্যাগ,সুখ আর ভালোবাসা। সব অসম্পূণতাকে জড়িয়ে বাঁচতে চাই। দোয়া করবেন..।
.। .। .। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।