তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা। মরচে পড়া কলমে কালি ঝরে না অনবরত-
পুরনো হলদে কাগজ আলতো ছোঁয়াতেই টুকরো টুকরো।
স্তম্ভিত নাটকের নাটকীয়তা তবু এখানেই শেষ নয়-
এ কারণেই দিন আসছে, দিন যাচ্ছে।
প্রতিনিয়ত মস্তিষ্ক মন লড়াই করে যাচ্ছে।
প্রতি ক্ষণে সৃষ্টি হচ্ছে নিত্যনতুন ধ্বংসের .....
......................................
................................
এখানেই শেষ নয়-
তোমার আমার মহাকাব্য।
মনের অন্তরালে তুমি আছো, আমি আছি।
এ কারণেই অসীম তালে বেজে চলেছে
বেহালার করুণ সুর .....। ।
........................................
..................................
শূণ্য কলমের পাশে দোয়াত রেখে,
ছত্রপত্র হাতে নিতেই মনে পড়লো-
নাটক শেষ নয়,
অশেষ দৃশ্যকল্পের সামান্যটুকু শুধু আজ স্তম্ভিত। ।
............................
......................
............... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।