আমাদের কথা খুঁজে নিন

   

ছদ্মবেশী নারী এবং অন্যান্য।

বাংলা আমার দেশ। ছদ্মবেশ ধারন করা মানুষের এক প্রকারের মানুষিক আকাংখা। প্রাচীন সময় থেকেই মানুষ মাটি বা পাতা দিয়ে তৈরী করা রং ব্যবহার করে মুখ মন্ডল কে লুকবার চেষ্টা করত, এখন আমরা দেখতে পাই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্হার লোকেরা ছদ্মবেশ ধারন কেরে থাকেন, ইতিহাসে এরকম অনেক ছদ্মবেশ ধারনের ঘটনা আছে। যেমনঃ ভারত বর্ষের রাজা রা, মুসলিম খলিফাগন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্র নেতারা ছদ্মবেশ ধারন করে প্রজাদের দুঃখ, সুখ খুজে বেরাতেন, ১৭০০ সালের শেষের দিকে ঘটেছিল ছদ্মবেশ ধারনের সবচেয়ে আলচিত ঘটনা। তাছাড়া শিকার ধরার যন্য অথবা শিকারির হাত থেকে নিজেকে বাচানোর জন্য বিভিন্ন প্রানী বিভিন্ন রকম ছদ্মবেশ ধারন করে চলুন নিচে তেমন কিছু এই ধরনের ছদ্মবেশের সাথে পরিচিত হই।

ডাক্তার জেমস ব্যারী (১৭৯৫-১৮৬৫) পুরূষদের নাম হলেও এ নামের অধীকারী ছিলেন এক মহিলা। তিনি সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন। অথচ মৃত্যর পূর্ব মুহুর্ত পর্যন্ত কেউ জানতেই পারেনি যে, বিখ্যাত এ সেনা নায়ক পুরুষ নন-একজন মহিলা। এত গুরুত্ব পূর্ন পদে চাকুরী করেও জেমস খুব দক্ষতার সাথে লুকিয়ে রেখেছিলেন তার আসল পরিচয়। এমন কি তার ৫০ বছরের পুরান ভৃত্যও বুঝতে পারেনি তার মনিবের আসল রুপ।

জীবনের শেষপ্রান্তে এসে জেনারেল পদেও উন্নীত হোন তিনি। ছদ্মবেশী জেমস ব্যারী তার আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য আজীবন অবিবাহিত ছিলেন। ১৮৬৫ সালে মারা যাবার পর জানা যায় যে, ডাক্তার জেমস ব্যারী পুরুষ ছিলেননা ছিলেন ছদ্মবেশী এক মহিলা। এবার কিছু অন্য প্রানীর ছদ্মবেশ ধারন করা দেখা যাক, ১। একটি টিকটিকিঃ ২।

একটি পোকাঃ ৩। একটি সামুদ্রিক মাছঃ ৪। একটি মাকরসাঃ ৫। একটি গিরগিটিঃ ৬। আরো একটি সামুদ্রিক মাছঃ ৭।

একটি পোকাঃ ৮। একটি ফরিং ৯। গাছের রংকে কাজে লাগিয়ে দ্বাড়িয়ে থাকা একটি জিরাফঃ ১০। পাথরের রং এর সাথে মিসে যাওয়াএকটি মাছঃ ১১। পাথরের রং এর সাথে মিসে যাওয়া একটি কাকরাঃ ১২।

একটি ঝিঝি পোকাঃ ১৩। আরো একটি মাকরসাঃ ১৪। একটি পাতারূপি একটি গিরগিটিঃ ১৫। আরো একটি টিকটিকিঃ ১৬। একটি শেতভল্লুকঃ ১৭।

একটি স্কুইডঃ ১৮। আরো একটি সামুদ্রিক মাছঃ ১৯। একটি লুকিয়ে থাকা চিতা একটু দুর থেকে বোঝার কোন উপায় নাইঃ ২০। আরো একটি লুকিয়ে থাকা চিতাঃ ২১। একটি মাকরসাঃ ২২।

একটি মরা পাতা সদৃস একটি পোকাঃ ২৩। একটি হরিন সাবক (যদিও ছবিটা কাছে থেকে তোলার কারনে বোঝা যাচ্ছে, একটু দুর থকে দেখলে কি বোঝা যেত?) ২৪। একটি পাতা সদৃশ একটি পোকাঃ ২৫। একটি সামুদ্রিক প্রানী (যা দেখতে একটি ছেরা পাতার মতন দেখতে। ) ২৬।

একটি পচা পাতার সদৃশ ব্যাঙঃ ২৭। সিংহ মামাঃ ২৮। একটি গাছের রং এর প্যাঁচাঃ ২৯। বলুন তো এটা কি? আরো কিছু লিংকঃ আইয়ারস-রক(যে পাহার রং পাল্টায়) কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।