আমার লেখা পড়ে.................. সময় কি তবে পরিচয়হীন এক প্রহেলিকা, নাগরিক বোলচালে? মধ্য একলা দুপুর, গোধুলী রঙ্গা বিকেল বা মোহময় ভোর কিছুই আজ আর ঢুকে না নাগরিক চলাচলের ছন্দহীন নৃত্যে ! অথচ ক্রমাগত চন্দ্র ঘুমায়, নগর পকেটে সঞ্চয় করে ঘুম, ঘুমে তৃষ্ঞার্ত মানুষের পকেটের ঘুম এক সময় মরে যায় মানুষ জেগে থাকে আরও ঘুম জমানোর আশায় ক্রমাগত, পাশের বাড়ীর বাতি জ্বলে থাকলে মানুষ উকি দেয় বাহিরে কতটা পিছে আছি “আমি”? ঘুম জমুক আরও কিছু টা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।