পাবনার কাশীনাথপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিতে আজ শনিবার সকালে কাশিনাথপুরের জিরো পয়েন্টে নগরবাড়ি- বগুড়া মহাসড়কে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালীন পাবনা- নগরবাড়ি ও নগরবাড়ি-বগুড়া মহাসড়কে প্রায় এক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাশীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। সমাবেশে বক্তব্য দেন আব্দুস সোবহান, শামীম হোসেন, ইব্রাহিম কবির, চঞ্চল, হাফিজুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পাবনার প্রবেশদ্বারখ্যাত কাশীনাথপুর পাবনা জেলার তিন উপজেলার(বেড়া, সুজানগর ও সাঁথিয়া) সংযোগস্থল।
এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটি ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি’র কার্যালয়, দেশের একমাত্র মিট প্রসেস মিলস্, টিএন্ডটি অফিস, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কেন্দ্র, পরিবার পরিকল্পনা অফিসসহ সরকারি-বেসরকারি অনেক অফিস রয়েছে। তারা বলেন, উপজেলা পরিষদ স্থাপনের জন্য এখানে পর্যাপ্ত খাস জমিও রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহল উপজেলা করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করে নি। বর্তমান সরকার একটু আন্তরিক হলেই কাশীনাথপুরকে উপজেলায় উন্নীত করতে পারে। তারা বলেন আজকের মানববন্ধন কর্মসূচী একটি বৃহৎ জনসমাবেশে রূপ নেয়ার মধ্যেই প্রমাণিত এ এলাকাবাসী উপজেলার দাবিতে অনড় অবস্থান নিয়েছে।
তারা বলেন এবার দাবি বাস্তবায়ন না হলে কাশীনাথপুরবাসী বৃহত্তর আন্দোলনে যাবে।
মাববন্ধন ও সমাবেশে পাবনা জেলার তিনটি উপজেলার ৯টি ইঁউনিয়নের(কাশীনাথপুর, আহাম্মদপুর, দুলাই, রাণীনগর, রূপপুর, ঢালারচর, জাতসাখিনী, পুরানভারেঙ্গা, মাশুমদিয়া) বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার লোক ব্যানার,ফেস্টুন ও পোস্টার নিয়ে উপস্থিত হয় এবং প্রায় এক ঘণ্টার জন্য রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।