ভোট সুষ্ঠু হলে শনিবার নির্ধারিত তৃতীয় দফার উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ‘জনরায়’ মিলবে বলে মন্তব্য করেছেন তিনি।
তৃতীয় দফা ভোটের এক দিন আগে শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ফখরুল সাংবাদিকদের বলেন, “এই নির্বাচন ঘিরে সরকারের মন্ত্রী ও নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারা জোর করে উপজেলা পরিষদ দখল করে নিতে চায়। ”
বিএনপি মুখপাত্রের অভিযোগ, বিভিন্ন উপজেলায় বিএনপি ও শরিকদের সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, মামলা দেয়া হচ্ছে।
“এজন্য আমরা বলছি- উপজেলা নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
”
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কাল (শনিবার) তৃতীয় দফার উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আমরা মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে জনগণ এ সরকারের বিরুদ্ধে আবারো তাদের রায় দেবে। ”
উপজেলা নির্বাচনের গত দুটি পর্ব মিলিয়ে জয়-পরাজয়ের হিসাবে এ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীদের পাল্লা ভারী।
দুই দফায় ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা ৮০ জন। আর বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যানের হয়েছেন অন্তত ৯৬ উপজেলায়।
এগিয়ে থাকলেও দুই দফার ভোটেই বিএনপির পক্ষ থেকে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। শনিবার তৃতীয় পর্বে ৪১ জেলার ৮১টি উপজেলায় ভোট হবে।
উচ্চ আদালতের জামিনে মুক্তি পাওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতা-কর্মীদের নিয়ে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, দক্ষিণের আহবায়ক আলী রেজাউর রহমান রিপন, উত্তরের আহবায়ক ইয়াসীন আলী, লিটন মাহমুদ, সাহাবুদ্দিন মুন্নাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত বছরের ১৮ নভেম্বর সপু ও বাবুকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় আসামি করা হয়। সম্প্রতি তারা উচ্চ আদালতের জামিনে মুক্তি পান।
ঢাকা মহানগর কমিটি
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তে বিএনপির ঢাকা মহানগর কমিটি করা হবে।
তবে কবে, কখন এই কমিটি হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।
ফখরুল বলেন, “মহানগর কমিটি গঠন একটি প্রক্রিয়াগত বিষয়। দলীয় ফোরামে সিদ্ধান্তে নিয়ে এই কমিটি গঠন করা হবে। ”
আন্দোলন চাঙ্গা করতে ব্যর্থতার অভিযোগ ও দলের ভেতরে সমালোচনার মধ্যেই বুধবার ঢাকা মহানগর শাখার আহ্বায়কের পদ ছাড়ার ঘোষণা দেন সাদেক হোসেন খোকা, যিনি ১৯৯৬ সাল থেকে মহানগর কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তার ওই ঘোষণার পর নতুন কমিটি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যেও নান জল্পনা কল্পনা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।