আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল এই নদী ; নক্ষত্রের আকাশ;সুমুদ্দুরের ফেপে ওঠার গল্প আমার পিতার লৌহ শরীরের স্পর্শ মেখে মেখে তার সাহসী বুকের ওপর মাথা রেখে আমি লক্ষ বার শ্রবন করেছি। বিশ্বাস কর ,এই অরন্যের দূর্গম পথ;সাগরের নোনা পানি এই পলিমাটির চর; সবকিছু দেখে দেখে আমার পিতার চোখ অফুরন্ত স্বপ্নের জোয়ারে ভেসে উঠত তাই কোন দিন আমি তার চোখে কান্না দেখিনি অথচ চৈত্রে সেখানে শ্রাবনের বৃষ্টিরমত কান্নার জল ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।