আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন আলোয় প্রমোদবালা এবং পুলিশ

আমার নিজেকে আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি। তখন অন্যের চোখে নিজেকে খুজে ফিরি। কখনো পাই কখনো পাই না। কাজের তাগিদে সংসদ ভবন এলাকায় যাই। কাজ সেড়ে ফিরতে অনেক সময় রাত হয়।

কিন্তু রাতের বেলায় ফেরার পথে ওই এলাকার পরিবেশ দেখে রীতিমতো হতাশায়ভুগি। ভাবতে কষ্ট হয় এমন একটি এলাকা যেটি কিনা দেশের সর্বোচ্চ দরবার কেন্দ্র। আর সেখানেই এমন চিত্র? আসলে আমাদের আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকা-ের পরিধি এতোটাই বেশি যে এসব খেয়াল করার সময় তাদের কোথায়। রাজ্যের দায়িত্ব তাদের কাধে। কোথায়, কখন, কোন ভিআইপি যাবেন।

তার প্রতিরক্ষা ব্যবস্থা জোড়দার করা, চলন্ত যানবাহন থামিয়ে মাশোয়ারা আদায়, অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার, মাদক দ্রব্য আটক তারপর মিডিয়ার সামনে পোচ দিয়ে ফটোসেশন, মিটিং মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা ইত্যাদি কাজেই তারা ইদানিং বেশ পারদর্শিতা দেখাচ্ছেন। পরিবেশ সুন্দর রাখ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইন মানতে জনগণকে বাধ্য করা সহ জনগুরুত্বপূর্ন কাজে প্রতি তাদের আগ্রহ দিন দিন শেয়ারবাজারের মতো নিম্নগামী হচ্ছে। তা না হলে সংসদ ভবনের মতো এলাকায় সন্ধ্যার পর প্রমোদ বালাদের আনা গোনা চোখে পড়বে না কেন? নাকি নিয়ন আলোয় প্রমোদ বালাদের দেখে মাতাল হয়ে পড়েন? আমি নিজে অনেক পুলিশ সদস্যকে দেখেছি; বন্দুক হাতে নিয়ে মুঠোফোনে খোসগপ্পে মেতে উঠতে। কিংবা কোন দেহব্যবসায়ীয় হাত ধরে মজা লুটতে। কী করলে যে এদের দমন করা যায়; তার মন্ত্র পুলিশের কাছে নেই।

ব্লগারদের কাছে থাকলে দয়া করে জানাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।