আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন আলোর বিভ্রম প্রণালী



বেড়ালের লুকানো থাবার মত করে রয়েছে আমাদের জাগরণ, আড়ালে আরচোখে চেয়ে থাকে হাজার বছরের ঘুম। কোনো তরুণীর ওড়নার নীচে অবস্হিত লজ্জাকেন্দ্রে নির্ঘুম যৌনতার ধারণার মতোই আমাদের মৃত্যু এসে একদিন সবাইকে হত্যা করবে! নাকি আমিই আমার লাগানো লাউডগাটি গলায় পেচিয়ে ঝুলে পড়বো একদিন? ২। কোনো লেখক নিজের এপিটাফ লিখতে লিখতে হয়তো একদিন নিজের জন্যই লিখে ফেলবেন এলিজি দশেক... তারই পোষ্য সেই বেড়ালটি সামনে ইদুরের ঘোরাফেরা লক্ষ্য করে, কেন যেন সশস্ত্র হয়ে ওঠে বেড়ালের আঙুল, সে কি আর সভ্য হবে না কোনোদিন... এই ভেবে ভেবে একটি সকাল পূর্ণাঙ্গ কবিতা হয়েও ছিড়ে টুকরো টুকরো হয়ে পৌছে যায় ওয়েইস্ট পেপার বাস্কেটে। যেখানে পড়ে আছে গতরাতের আহারের উচ্ছিস্ট,মুরগীর হাড়। ৩। সেই বেড়ালটি গভীর রাত্রিতে দু একটি সংঘ হতে ফেরে, বেড়ালদের কয়েকটি গোপন বৈঠকে আমি তাকে দেখেছিলাম, কোথাও রয়েছে মিতালী,প্রেম,অনিন্দ্য আকাশ, দেখা হয়নি আমার তাদের সাথে... ঘোর বর্ষায় কোথাও ফুটে থাকা কদম হতে ঝরছে জল... কোথায় যেন একটি গুইসাপ পোহাচ্ছে রোদ। নির্জন কোনো পূর্ণিমায় চলছে শেয়ালের গোপন বৈঠক...আহা! যাই,আমিও সেদিকেই যেতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।