আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন আলোয় স্বপ্ন দেখছি না...

মুন রিভার ...
নিয়ন আলোয় দেখছি তোমার মুখ শহর আমায় থামতে দিচ্ছে না, নিয়ন আলোয় দুঃখ এবং সুখ মেঘ জমছে বৃষ্টি হচ্ছে না । । নিয়ন আলোয় ভিড় বাড়ছে ভিড় ভিড় সরিয়ে আমি তখন খুঁজছি সবুজ রঙ নিয়ন আলো, গাছের সবুজ মিলে চোখটা বুঁজি ভাবনাতে বরং । । ভাবনা আমায় ভাবতে দিচ্ছে না... নিয়ন আলোয় নষ্টালজিয়া সাঁঝ বাড়ছে শত অযুত বাহন, ঘর নিয়ন আলোয় হাটছি, চরাচর ঝাপসা হয়ে যাচ্ছে সে সব দিন, নিয়ন আলোয় স্বপ্ন দেখছি না।

। ভাবনা আমায় ভাবতে দিচ্ছে না... অফ টপিক : (যারা ৯০ দশকের ব্যান্ড এর গান শুনতেন, তারা হয়তো পেপার রাইম এর কথা মনে রেখেছেন। ৯০ এর ঐ সময়ে খুব ব্যান্ড এর গান শুনতাম, পেপার রাইম এর গান ও খুব ভালো লাগতো। এবার দেশে ফিরে পেপার রাইম এর সাথে কাজ করার সুযোগ হয়ে গেলো হঠাৎ। ৫ টা লিরিক এর ভিতর এই লিরিকটাই আমার সবচেয়ে প্রিয়।

ব্লগ স্বজনদের সাথে শেয়ার করলাম। )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।