আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। ২০১২ সনে দেশের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার স্বনামধ্যন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহর তরপদারের ছেলে পার্বন তরপদার আর নেই। গত ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ে এ্যাপলো স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে পার্বনের বয়স হয়েছিল মাত্র ৯ বছর। সে ছিল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র।
এদিকে পার্বনের অকাল প্রয়ানে গভীরভাকে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুশ শহীদ এমপিসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় পতিষ্ঠানের নেতৃবৃন্দ।
গত ৯ মার্চ শনিবার মালদীপ এয়ার লাইন্স এর একটি লাশবাহী বিমানে তার মরদেহ নিয়ে আসা হয় বাংলাদেশে। পরে ঢাকার বিমানবন্দর থেকে একটি এম্বুল্যান্সে করে তার মরদেহ নিয়ে আসা হয় শ্রীমঙ্গলে। এসময় পার্বনের কোমলমতি চেহারাটি শেষবারের মতো একবার দেখতে তার বাড়ির সামনে ভীড় করেন শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের হাজার হাজার জনতা। মানুষের ভালোবাসা আর অশ্র“জলে সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পার্বনের লাশের সামনে শোকের মাতম বয়ে চলে অবিরাম।
এসময় পার্বনের মরদেহে ফুলের তোরা দিয়ে শেষ ভালোবাসা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তফাজ্জ্বল হোসেন ফয়েজ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীসহ উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, সেন্ট মার্থাস স্কুল, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিকদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ, উপজেলা রেফরীসমিতি, উপজেলা কর্মাসক্লাব, গীতাপিঠ পারমার্থিক পরিবার, ভোরের কাগজ পাঠক ফোরাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মোলা, বারিধারা শিল্পী গোষ্ঠী, সম্মিলিত বাউল পরিষদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল শিক্ষা পরিবার, দেশ থিয়েটার, ফারিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, কমলগঞ্জ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, জুপিটার পাবলিকেশন, চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবার, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল থিয়েটার , শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উত্তর ভাড়াউড়া লোকনাথ আশ্রম, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতি সংগঠনের উপজেলা ও অঙ্গ সংগঠনসহ আরো প্রায় শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে হাজার হাজার মানুষের অংশগ্রহনে হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সহকারে একটি পিকআপ ভ্যানে করে পার্বনের মৃতদেহটি শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। এসময় সার্বজনীন দূর্গাবাড়ি, রামকৃষ্ণ সেবাশ্রম, জগন্নাৎ দেবের আখড়া, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী, লোকনাথ আশ্রম, বারোয়ারী কালীবাড়ী ও উত্তর ভাড়াউড়া লোকনাথ আশ্রম প্রাঙ্গণে পার্বনের অকাল প্রয়ানে শোকবাণী পাঠ ও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়। এরপর উত্তর ভাড়াউড়া এলাকায় তাদের পারিবারিক শ্বশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।