আমাদের কথা খুঁজে নিন

   

ফোর্স সেল নিয়ে মানবিক হতে মার্চেন্ট ব্যাংককে অনুরোধ এসইসি'র

মার্চেন্ট ব্যাংকগুলোকে ফোর্স সেলের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। আজ মঙ্গলবার এসইসি কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের সঙ্গে এসইসি'র অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুরোধ জানানো হয়। এদিকে মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে বাজার স্থিতিশীলতা ফেরাতে এসইসি যথাযথ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশন। বৈঠকে এসইসি'র নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, হেলাল উদ্দিন নিজামী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ উদ্দিন আহমেদসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মার্চেন্ট ব্যাংকের পরেই দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্ঝ (ডিএসই) ও এসইসি'র মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ডিএসই'র সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল হক টিটু, পরিচালক আহমেদ রশিদ লালি ও ডিএসই'র প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সতিপতি মৈত্র অংশগ্রহণ করেন। ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, রোববার অর্থমন্ত্রীকে আসছে বাজেটের বিষয়ে ডিএসই'র পক্ষ থেকে বেশি কিছু প্রস্তাব করা হয়। আজ এসইসি'কে সেসব প্রস্তাবগুলো দেয়া হয়েছে। যাতে এসইসি ডিএসই'র প্রস্তাবগুলো পুনরায় অর্থমন্ত্রণালয়ে তুলে ধরতে পারে। আহসানুল হক টিটু বলেন, পুঁজিবাজারে তারল্য সঙ্কট রয়েছে, যা বাংলাদেশ ব্যাংক স্বীকার করছে না।

কিন্তু, বাজারে কোনোভাবেই অর্থের যোগান বাড়ছে না। এর ফলে কিছুতেই বাজার স্থিতিশীল হচ্ছে না। এছাড়া তিনি আরো বলেন, ডিএসই'র পক্ষ থেকে যেসব সুপারিশমালা অর্থমন্ত্রীকে প্রদান করা হয়েছে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এসইসি'র সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যাতে এসইসি আগামীতে মন্ত্রণালয়ে বাজেট সংক্রান্ত বৈঠকে আলোচনা করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.