বিজ্ঞানী শিমুল শনি যখন ভর করে তখন ভালো করেই ভর করে। আমরা আলস জাতি। ঘরে বসে বসে অন্যের সমালোচনা করতে ভালোবাসি। যতদিন বাঁচব ততদিন অন্যের সমালোচনা করব। তবে জাতি হিসেবে আমরা চরম ভোদাই।
শুধু ভোদাই নয়, মার্কামারা ভোদাই।
ভোদাইরা কখনো ভয় পায়না। জাতি রসাতলে যাক বা নিপাত যাক তারা চায় নিজের উদরপূর্তি। উদরপূর্তি হয়ে গেলে তখন তারা চোরদের তেল মারা শুরু করে ডাকাতি করার জন্য। সেই চোর তার বাড়ির সব কিছু ডাকাতি করে নিলেও সে নিজের সম্পতিকে অন্যের মনে করে ইহাতে বরং সাহায্য করে।
তারপর রাতের বেলায় বিলাতি মদ খাইয়া নাচানাচি করে।
জাতি কেন ভোদাইঃ
-- কোন ইস্যু পাইলে বুঝুক আর না বুঝুক সরাসরি ভোদাই মার্কা সমালোচনা।
-- ভার্চুয়াল ভোদাইরা শুধু ইন্টারনেটে লেখালেখি করে ক্ষান্ত হয় অথবা বিরিয়ানি পাগলা হয়ে যায়।
-- ভোদাই পাবলিকগুলো নিজের অধিকার নয় গরুদের (রাজনীতিবিদদের) অধিকার নিয়ে চিন্তা করে।
-- ঘটনার মুল চাবি কেডায় নারায় সেইডা আমরা জানি।
তারপরেও চুকুম ভোদাইয়ের মত আমরা নাচানাচি করি।
ধুর আর পয়েন্ট লেখা দরকার নাই। এই জাতি সবদিক দিয়ে ভোদাই। আমি নিজেও ভোদাই কমান্ডার। অন্যদের আর কি কহিব? মখা ইজ দা গ্রেটেস্ট ভোদাই অব দিস নেশন এন্ড আই এম দা গ্রেটেস্ট মখা ইন দা ওয়ার্ল্ড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।