একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
আমাদের দেশের আনাচে কানাচে কত রঙ্গিলা সিনারিও দেখা যায়, এগুলা মাঝে মাঝে ব্লগে শেয়ার করতে খায়েশ হয়
আগে ফটু দিমু, নিচে কথা লেখুম...খিয়াল কইরা
ঢাকা পলিটেকনিক কলেজ হোস্টেলে পুলিশ রেইড দিতে গেলে নিজেকে বাচানোর জন্য এই ছাত্র ৩ তালা থেকে লাফ দিয়ে গ্রেপ্তার এড়ায়!
ঠাঠা বাণ্দুবী
একটা টয়লেটে এভাবে একে দেখানো ছিলো কিভাবে হাই-কমোড ব্যাবহার করতে হয়.....শেষেরটা বেশি কড়া!
ছিড়া ১০ টাকা বুঝি এভাবেই চালাতে হয়?? হায়রে বাঙালী!!!
মানলাম শুধু শার্টের দোকান, তাই বলে ভদ্রতা করে কি একটা প্যান্ট লাগানো যায় না?
হায়রে মনারে, তুই রাস্তাঘাটে মুতবি ভালো কথা, তাই বইলা খাড়া হাইওয়ে তে???
এইটা দিয়া যেকোনো মুবাইল কোম্পানি এড করতে পারবো - আমাদের সর্বনিম্ন কলরেটে মুবাইল এখন হাতে হাতে!
যদি ভাবেন এইডা ফ্যাশন, তাহলে ভুল। যদি ভাবেন গরমে নিম্নভাগে বাতাস প্রবেশ করানোর জন্য বৈজ্ঞানিক উপায়, তাহলেও ভুল। আসল কথা হলো, ছেলেটা এখনও জানেও না যে তার পকেট কাটা গেছে
ভালোবাসা টাকার খেলা!!! খেক খেক!!!
এবার নিচে তাকান....বাংলা-আরবী-ইংরেজী দিয়া যেটা লিখছে সেটা পারলে পড়েন!!!!
এ দিন আর আসিবে না
হায়রে!!! ধর্মের ভূল ব্যাখ্যা আমাদের কই নিয়ে যাইতেছে! কোথাও কি লেখা আছে যে পাশাপাশি স্বামী-স্ত্রী ২ জন বসে ভ্রমন করা যাবে না?
সেকালের ডিজুষ আইকন?
আবিষ্কারক সাহেব আসলে কিসের আশায় আবিষ্কার করছেন?
সামনে কইলাম ফেব্রুয়ারী মাস...বানান একটু খিয়াল কইরা
এইডা সবচেয়ে মজার। এই পেপার কাটিংটা পড়লে বুঝতে পারবেন দেশের জব মার্কেট কত জমজমাট। প্রতিডা লাইন বাই লান পড়েন। আর নিজেরে ঐ চাকরির জন্য "যোগ্য" মনে করলে এপ্লাই করেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।