আমার না বলা যত কথা কি ভেবেছিলে, রাতের আকাশে দু’একটি তারা নির্জন একাকিত্বে ঝরে পড়ে তার মাঝে আমাকে খুঁজে নেবে? যন্ত্রণার আগুনে পোড়া ছেলেগো আমাকে ধরা এত সহজ না। আগুনের ফুলকির মত উড়ে চলা আমার- মাঝে মাঝে বিষণ্ণ বেলাভূমিতে কাঁটার নূপুর পরে মাতাল নৃত্যে হই উন্মাদ- পায়ের নিচে এক সাগর রক্তের নদী, নেচে চলেছি তাথৈ-তাথৈ-ধিন-তা। শহর ঢেকে যায় ধূসর মেঘে, তখন তুমি আসো একমুঠো আলো হাতে নিয়ে, আলোকিত করতে ভুবন সেই মুহূর্তেই জোনাকি পোকারা চুরি করে নিয়ে যায় আমার সকল সত্ত্বা! আমি বাঁধা পড়ে যাই বৃত্তের অন্তরালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।