আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ভেতর কেমনটা মোচর দিতেছে!

ভালবাসা এক উজ্জ্বল অনুভূতি। এতে ডুব না দিতেই বুকের ভেতরটা এমন মোচড় দিবে। মোটেই জানতাম না। প্রথমদিন গাউসুলে নিয়ে বসার পর যখন আমাকে জানানো হলো সে সিঙ্গেল। তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি।

আনন্দ-আহ্লাদে আটখানা হয়ে পড়েছিলাম। প্রথম নারীসঙ্গ অনুভব করলাম। তাহার ঠোটেমুখে হাসি। কি যে আনন্দ সেদিন আমি পেয়েছিলাম। তা ভাষায় প্রকাশ দুঃসাধ্য ব্যাপার।

তাই ঐ সাহস থেকে নিজেকে বিরত রাখতেছি। রাত নয়টা। আমি তাকে প্রেমের প্রস্তাব দিলাম। কোন সংবাদ নেই। পরেরদিনও আবার মেসেজ দিলাম কোন উত্তর পেলাম না।

অতঃপর ক্লাসে দেখা। আমার পাশে এসে নিবিড়চিত্তে বসলো। এভাবে সে কখনোও আগে এসে বসেনি। আমি তার মুখে হাসি দেখলাম। আমিও হাসলাম।

ক্লাসও ইতোমধ্যে শেষ হল। আমি তাকে বল্লাম আমার প্রশ্নের উত্তর পাইনি। জবাবে যা বলা হল- ”আরো কয়েকটা দিন অপেক্ষা কর। অতঃপর সিদ্ধান্ত নাও কি করবা”। প্রেম নিবেদন করলাম আমি।

আর সে নিজে না ভেবে আমাকে বললো আরো কয়েকটা দিন ভাবতে। “আমিও বলেছি-“I am final in my decision. But you may take days, months and even years to decide about me. But we may be good friends at least. So carry on thinking of me if you will need so.” এখন রাতে ঘুমানোর সময় ঘুমাতে পারিনা। ঘুমাতে গেলে বুকের ভেতর কেমন কষ্ট অনুভব করি। আর ভাবি-- হায়রে প্রেম! প্রেম আসি আসি বলে জীবনের অর্ধশতার্ধ সময় পেরিয়ে যখন এলি তখন আবার মোচড় দিচ্ছিস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।