সত্যে র্পূণতা
“আমরা যার অন্যথা কল্পনা করতে পারি না তাই সত্য। ” হার্বট স্পেন্সর।
সত্য পৃথিবীতে শুধু জীবনের সত্ত্ব ,
এই আছি , পরে নাই; নাই তবে সত্ত্ব।
শত গদ্য হয় গত জীবনের তরে
শত পদ্য হয় সৃষ্টি প্রয়োজন তরে।
সত্যের বিকাশ ঘটে কর্মের ছোঁয়ায়
পরশ পাথরে যথা ছাই স্বর্ণ হয়।
সত্য নিয়ে কত গতি “ আমি আছি ভবে। ”
কেউ বলে “ তুই ছোট, বড় আমি সবে। ”
কত খেলা, কত ছল, বিলাস ভূষণ
ফাঁকি তবে হবে সব যদি না চেতন।
মানুষ মরলে হয় নিয়মের ইতি
বেঁচে থাকা মানুষের জীবনের গতি।
প্রকৃতি বিশ্বাস সত্য জীবনের পরে
ধর্মের বিশ্বাস সত্য মানুষের তরে।
জীবন স্বচল তবে প্রকৃত নিয়মে
জীবন বিনাশ, ভাঙ্গলে এই নিয়ম।
আরো সত্য আছে ভবে, ধর্মে কয়
বিশ্বাস করতে হবে কাল, সীমা, লয়।
রহস্যের দ্বার খুলে নতুন জীবন,
করতে সৃষ্টি মানুষ আপন ভূবন
স্বপ্নে দেখে কত সুখ, কত রুপ সৃষ্টি
শত চেষ্টা, শত দ্বার খুলে সুখ সৃষ্টি।
ভাবি বসে সারাক্ষণ চলবো উত্তম
মরছি সংগ্রামহীন, চলছি অধম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।