কাঁটা ফেলিনা যেন পথে
কল্যাণ কখনই হবেনা এতে।
অপরের তরে গর্ত করলে
নিজেই পড়ার সম্ভাবনা এতে।
ওয়াদা যেন ভংগ করিনা
ভংগ করা কখনই ঠিকনা।
খারাপ করিনা যেন পোষণ
নিজেই হতে পারি শোষণ।
নম্রতা নিয়ে যেন পথে
সকলেই পারি যেন চলতে।
কর্তব্য করি যেন যথাযথ পালন
হবনাকো কখনই পদংখলন।
অযথা যেন গল্পে মাতিনা
মাতলে, ফল ভলো হবেনা।
কাজের উপরই যখন ফল
স্বচ্ছভাবে করি, পাব সুফল।
অসৎ পথে ক্ষয়
সত্যে আনবে জয়।
সত্য পথে চলি
সতত সত্য বলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।