আমাদের সমাজে অস্বাভাবিক কিছু একটা ঘটলেই আবেগী বক্তব্য শুনতে পাই। এই করবো, সেই করবো- বড় বড় প্রতিশ্রুতি পাই। কেউবা আবার ভাবে- যাক, একটা ইস্যু পাওয়া গেল। শুরু হয় রাজনীতির নোংরামী - যেমনটা ফেসবুক খুললে এখন দেখা যাচ্ছে; আমার কিছু বন্ধুকেও দেখছি- কী হীন মন-মানসিকতা!!! এতো কিছুর মাঝেও কেউবা আবার নীরবে থাকে; কারণ, তারা কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই, তারা নীরবেই কাজ করে যায়; যেমনটা "বাঁধন" করে আসছে বিগত প্রায় পনের বছর ধরে। "বাঁধন" শুধু রক্তদানের মাধ্যমেই সেবা দান করে না; সময়ের প্রয়োজনে বাঁধন কর্মীরা সর্বদা সীমিত সামর্থ্যের মধ্যে আর্ত মানবাতার সেবায় কাজ করেছে। আবারও তাঁরা একটি সাহসী উদ্যোগ নিয়েছেন। মনে- প্রাণে তাঁদের এই উদ্যোগের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।