"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
বাঁধন
যত্ন করে গড়লে যে নীড়
ভাঙ্গলে তুমি মনের ভুলে,
খাঁচায় পোষা পাখীর বাঁধন
নিজের হাতেই দিলে খুলে।
চারদেয়ালে বন্দী যে ঘর
নয়তো স্বাধীন ইচ্ছেগুলো,
থাকলে সেথায় অবহেলায়
স্বচ্ছ কাঁচেও পড়ে ধূলো।
কষ্ট প্রদীপ জ্বালিয়ে ঘরে
নিজেকে রেখে অন্ধকারে;
পিপিলিকা মনটা পোড়ে
সুখের নেশায় বারে বারে।
ঘর যদি হয় ঘরের মতো
থাকুক তাতে কষ্ট যতো,
পোষা পাখী না হয়ে সব
ভালবাসায় পোষ মানতো।
খাঁচার বাধঁন খুলবে যদি
মনের বাঁধন আর রেখোনা,
উড়লে পাখী আপন ডানায়
পিছন থেকে আর ডেকোনা।
(ছবিঃ নিজস্ব সংগ্রহ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।