আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা।
। । ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ।
।
অনেক দিন থেকেই শুনছি, "বাঁধন" অসুস্থ। । তাঁর দুইটা কিদনি-ই নষ্ট। ।
সে আবার আমার ডিপার্টমেন্ট এর ই সপ্তম সেমিস্টারের ছাত্র। ।
তো কি হয়েছে। প্রুতিদিন ই শুনি কেউ না কেউ অসুস্থ হচ্ছে, আবার সুস্থ ও হচ্ছে। এইসব ব্যাপারে প্রথম প্রথম সবার মাথা বেথা থাকে, সবাই অনেক লাফালাফি দৌড়ঝাপ শুরু করে দেয়।
কিন্তু কিছুদিন পরে, যে অসুস্থ, সে কেমন আছে(?) এই সামান্য খোঁজটা নেয়ার মানুষ ও থাকেনা।
আমি ও ওদের দলের একজন। ভুলে গেলাম। তাঁর প্রধান কারন আমি ওকে চিনিনা। ও পরিচিত একজন মারা গেল না বেঁচে থাকলো, তাঁতে আমার কি??
আজ ফেসবুক খুলে যখন বাঁধনের ছবিটা দেখলাম, আমার ভিতরটা হু হু করে উঠল।
আরে, এই তো সেই ছেলেটা, নিউমেরিক কোর্সে এক সাথে ক্লাস করেছিলাম। মাথার চুলে হাল্কা ঝুটি করা, উল্টা পাল্টা দাঁড়ির কাট। আমার একদম ই ভালো লাগতো না। কিন্তু কিছুদিন যাবার পরে, ও ইমরান ভাই এইটা বুঝি না, বুঝাই দেন, ইমরান ভাই আসেন চা খাই, ইমরান ভাই ফাঁকা আছেন নাকি? দাঁড়ান তো মিয়া, এতো ছটফট করেন কেন? এমন করে ও আমার অনেক কাছের মানুষ হয়ে গিয়েছিল। মনের দিক দিয়ে এতো ভালো একটা ছেলে!! তখন আমিই মনে মনে বলতাম, এই বয়সেই তো একটু স্টাইল করবে।
খারাপ না, ভালই তো লাগে ওকে।
এই ছেলেটা আমাকে কোনোদিন আর এমন করে ডাকবে না, আমি ভাবতেই যেন পারতেছিনা। আমি অবাক হয়ে খেয়াল করলাম, আমি ওর জন্য কিছুই করিনি। ১০০ টাকা পাঠিয়ে কি হবে ওর নামে, এই ভেবে পাঠাই ই নাই। অথচ কত ছোট ভাইকে, বড় ভাইকে প্রুতিদিন ১০০-৫০ টাকার চা খাওয়াই।
নিজের বিবেকের কাছেই প্রশ্ন করলাম, আমি কি মানুষ? কি মুখ নিয়ে ওর সামনে আমি দাঁড়াবো?
আমি এখন কিছুই বুঝি না। আমি বাঁধকে শুধু ফেরত চাই। আমি ওর জন্য ভিক্ষা করতে ও প্রুস্তুত। এতো বড় একটা ভার্সিটি। ৮০০০-১০০০০ ছাত্র ছাত্রী।
অনেকেরি অবস্থা অনেক ভালো। তাঁরা কি বাঁধবের সংবাদটা জানে না? নাকি দেখে ও দেখে না। শুনে ও শুনে না??
যারা শুনতে এবং দেখতে পান, তাঁরা সামান্য করে একটু সাহায্য করুন। প্লিজ, ১০০ টাকা করে হলেও সাহায্য কর আমার ছোট ভাইটাকে। তোমরা কি চাও, আমি এই কথা গুলো তোমাদের হাত ধরে বিনয়ের সাথে বলি?? একবার বলে দেখ, আমি তাতেও রাজি
ওকে হয়তো তোমরা চেননা, তাঁতে কি? কাউকে সাহায্য করার জন্য তাকে চেনাটা কি খুব জরুরি? আমাকে তো চেন? ও আমার ছোট ভাই।
।
সাহায্য পাঠানোর ঠিকানা :
Bkash acc. : 01675 83 31 21
Dutch Bangla Bank Limited:
Account Name: Sadman Huq
Account No: 108.101.446643
First Security Islami Bank Limited:
Account Name: Firoza Begum
Account No: 0012200027369
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।