স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, নারীনীতির বিরুদ্ধে লেবাসধারী কিছু আলেম কোরআন হাতে নিয়ে হরতালের নামে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে রুখে দেয়ার দায়িত্ব ছাত্রলীগকে নিতে হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের গিয়ে নারীনীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। ছাত্রলীগই পারে নারীনীতি বিদ্বেষীদের প্রতিহত করতে।
আজ সোমবার বিকেলে ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের পক্ষে। শেখ হাসিনা নারীনীতি প্রণয়ন করেছেন। বিএনপি-জামাত ক্ষমতায় এসে নারীনীতির অনেকাংশ পরিবর্তন করে ফেলে। শেখ হাসিনা আবারো ২০০৮ সালে ক্ষমতায় এসে নারীনীতি বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু এক শ্রেণীর লেবাসধারী আলেম নারীনীতির বিরোধিতা করছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা খালেদ মাসুদ চৌধুরী, এডভোকেট আফজাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দস, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।