থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
গতকালের [ ২৬ এপ্রিল ] প্রথম আলো-তে কেউ একজন লিখেছিলেন নারীনীতি নিয়ে। তাতে তিনি বলেছিলেন যে, যারা নারীনীতি নিয়ে এতো কথা বলছেন, তারা কি তাদের সম্পত্তিতে তাদের সন্তানদের সমানাধিকার দিয়েছেন কিনা?
সমাজের যে অংশের পক্ষে এ জাতীয় উদাহরন রাখা সম্ভব, তাঁদের উচিৎ দ্রুত উত্তরাধিকার সূত্রে বন্টনযোগ্য সম্পদকে তাঁদের সন্তানদের ভেতরে সমান ভাগে ভাগ করে দেওয়া। শুধু মুসলমানরাই না, অন্য ধর্মের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা ভালো করে করা উচিৎ।
না হলে যে সব মুল্লারা চেঁচামেচি করতেছে, তাদের থেকে নারীনীতির প্রবক্তাদের কতদূর পার্থক্য তাই তো বোঝা গেল না!
উদাহরন সৃষ্টি না করলে খালি মুখের কথায় আর কাজ হবে না। আপনার উদাহরন থেকেই আরেকজন ভালো কাজে উৎসাহিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।