আমাদের কথা খুঁজে নিন

   

এডগার অ্যালান পোঃ একজন প্রিয় কবি, লেখক, কথক

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

গোয়েন্দা রহস্য ঘরণার লেখার জনক এডগার অ্যালান পো'র জন্ম ১৮০৯ সালে। ছোটবেলা থেকে দুঃখ দারিদ্রের মাঝে বেড়ে ওঠা এই মহান কথক, কবি, সাহিত্য সমালোচককে আহমাদ মাযহার উল্লেখ করেছেন "বিভীষিকার নরকে উদ্‌ভ্রান্ত আত্মিক" বিশেষনে। মাত্র এক বছর বয়সে পো'র বাবা পরিবার ত্যাগ করেন, মা পৃথিবীর মায়া ত্যাগ করেন দু'বছর বয়সে। এরপর তাকে গ্রহন করেন রিচমন্ডের এক ধনী ব্যাবসায়ি জন অ্যালান। ১৮২০ সাল পো'কে পড়তে পাঠানো হয় প্রফেসর জোসেফ ক্লার্কের স্কুলে।

প্রফেসর ক্লার্ক তার ছাত্র সম্পর্কে মন্তব্য করেছিলেনঃ ‘While the other boys wrote mere mechanical verses, Poe wrote genuine poetry; the boy was a born poet. As a scholar he was ambitious to excel. He was remarkable for self-respect, without haughtiness. He had a sensitive and tender heart and would do anything for a friend. His nature was entirely free from selfishness.’ সতের বছর বয়সে পো ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে ভর্তি হন এবং একটি সেশন শেষ করেই তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন (বিশ্ববিদ্যালয়ের কোন রেকর্ডে এটি প্রমানিত হয়নি তাকে বহিষ্কার করা হয়েছিল)। সম্ভবত এই সময়ে তিনি তাস খেলা বা জুয়ায় আসক্ত হয়ে পরেন যা নিয়ে তার পালক পিতার সাথে বাক-বিতন্ডা হয় এবং এই সুত্র ধরেই কিছুদিন পর তিনি পরিবার ত্যাগ করেন। পরিবার ত্যাগ করে এডগার এ পেরি ছদ্মনামে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন জীবন ও জীবিকার তাগিদে। পালক মাতার মৃত্যুর পর পালক পিতা জন অ্যালান তাকে সেনাবাহিনী থেকে ফিরিয়ে নিজের কাছে নিয়ে আসেন এবং পিতার সহযোগিতায় মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগদান করেন। সামরিক একাডেমি হতে এক বছরের মাথায় তাকে বহিঃষ্কার করা হয় ড্রিল ক্লাসে অনুপস্থিতি জনিত কারনে।

পো'র প্রেমিকা সারাহ এলমিরা রয়েস্টার ১৮২৬ সালে (ভার্জিনিয়ায় পড়াকালীন সময়ে) অন্য একজনকে বিয়ে করেন। এই বিরহ সম্ভবত তাকে তার প্রথম প্রকাশিত কবিতার বই টেমারলেন অ্যান্ড আদারস পয়েম রচনায় ভূমিকা পালন করে। যাহোক পো ১৮৩৬ সালে ১৩ বছর বয়সি ভার্জিনিয়া ক্লেমকে বিয়ে করেন। ১৮৪৭-এ যক্ষারোগে মৃত্যুবরণ করেন ভার্জিনিয়া আর বিষাদময় এক জীবন শুরু হয় পো'র যা শেষ হয় ১৮৪৯-এ ওয়াশিংটন কলেজ হাসপাতালে মৃত্যুর মধ্য দিয়ে। অনেকের মতে অতিরিক্ত মদ্যপান ও তার ফলে মস্তিষ্কে প্রদাহই তার মৃত্যুর কারণ।

============================================= অ্যালান পো'র রচনার মাঝে উল্লেখযোগ্য- কাব্যগ্রন্থ টেমারলেন অ্যান্ড আদার পোয়েমস কাব্যগ্রন্থ পোয়েমস (ইসরাফিল ও টু হেলেন নামে বিখ্যাত দু'টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে) গল্প ম্যানস্ক্রিপ্ট ফাউন্ড ইন অ্য বটল (এই গল্পটি লিখে তিনি ৫০ ডলার পুরুস্কার জিতেছিলেন) নভেলা (দীর্ঘ গল্প) দ্য ন্যারোটিভ অব আর্থার গর্ডন পিম (ধারণা করা হয় হারম্যান মেলভিল রচিত ক্লাসিক উপন্যাস মবিডিক দ্বারা অনুপ্রানিত হয়ে এই গল্পটি লেখা হয়েছে) অতিপ্রাকৃত্ গল্প উইলিয়াল উইলসন এবং দ্য ফল দি হাউস অব আশার গল্পগ্রন্থ টেলস অব দ্য গ্রোটেস্ক অ্যান্ড অ্যারাবেস্ক দ্য মার্ডার ইন দ্য রু মর্গ (পৃথিবীর সর্ব প্রথম গোয়েন্দা গল্প) কবিতা সংকলন দ্য র্যভেন (the Raven) অ্যান্ড আদার পোয়েমস নির্বাচিত গল্প সংকলন টেলস মহাবিশ্ব সম্পর্কে আধ্যাত্মিক ঘরণার গ্রন্থ ইউরেকা ============================================= ইদানিং পড়ছি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত বিশ্বসাহিত্য কেন্দ্রের চিরায়ত গ্রন্থমালা সিরিজের এডগার অ্যালান পো- শ্রেষ্ঠ গল্প। সংকলনটিতে মোট ৭টি গল্প রয়েছে- ● ভ্যালডিমারের মৃত্যু ● লাল মড়ক ● আশার বংশের পতন ● কালো বিড়াল ● শব্দ ● মোরেলা ও ● চোরাই চিঠি বি.দ্র. উৎসাহী পাঠক পো'র টু হেলেন, দাই বিউটি আর জীবনানন্দ দাশের বনলতা সেন পড়ে দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.