অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড ত্রিশ বছর ধরে এতিম শিশু এবং বাবা-মা পরিত্যক্ত লক্ষ লক্ষ শিশুর উপর দেশটিতে যৌন নির্যাতনসহ নানা ধরণের নির্যাতন চালানোর জন্য প্রকাশ্যে এবং অশ্রুভরাক্রান্ত চোখে ক্ষমা প্রার্থণা করেছেন। ফরগটেন অস্ট্রেলিয়ান হিসেবে পরিচিত এ সব শিশুকে বৃটেন থেকে অস্ট্রেলিয়ায় প্রেরণ করা হয়েছিলো । ১৯৩০ সালে এ সব শিশুকে অস্ট্রেলিয়া প্রেরণের কাজ শুরু হয় ও তা ১৯৭০ সাল পর্যন্ত অব্যাহত থাকে। অস্ট্রেলিয়ার সরকারী এবং খৃস্টান চার্চের আওতাধীন আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ৫ লক্ষ অসহায় শিশু লালন পালনের ভার দেয়ার পর তারা অমানুষিক নিপীড়নের শিকারে পরিণত হয়েছিলো। এই ধরণের নিপীড়নের কারণে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়েছে, অনেকেই নানা নেশায় আসক্ত হয়ে পড়েছিলো। এর আগে রাড অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এদিকে অস্ট্রেলিয়া, কানাডাসহ সাবেক উপনিবেশগুলোতে বৃটেনের দরিদ্র ও এতিম শিশুদেরকে এ ভাবে প্রেরণের জন্য দেশটির প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও ক্ষমা চাইবেন বলে কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।