ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ সংশোধনীর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয় গত ১ মার্চ, শেষ গত ৬ এপ্রিল।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়।
এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজনের রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন।
পরের বছর ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এরপর চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এ আপিলের ওপর শুনানি শুরু হয়।
আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে মতামত দেন- জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ব্যারিস্টার রফিক-উল হক, ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এম জহির, আজমালুল হোসেন কিউসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।