আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো সুপ্রিমকোর্ট

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ সংশোধনীর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয় গত ১ মার্চ, শেষ গত ৬ এপ্রিল। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়।

এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজনের রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। পরের বছর ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এরপর চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে মতামত দেন- জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ব্যারিস্টার রফিক-উল হক, ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এম জহির, আজমালুল হোসেন কিউসি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।