স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...
নির্ধারিত সময়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন না করায় ছাত্রত্ব বাতিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিনের।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ড. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি অধ্যাদেশ অনুসারে ৬ বছরের মধ্যে চার বছরে স্নাতক এবং ২ বছরের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার কথা।
অথচ রাশেদুল ইসলাম শাফিন চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতেই ছয় বছর সময় নিয়েছেন। এর মধ্যে তিনি দু‘বার রিপিটার হিসেবে ভর্তির সুযোগ নেন।
এছাড়া স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরের দিন থেকে ২১ দিনের মধ্যে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হওয়ার নিয়ম থাকলেও সে নিয়ম মেনে ভর্তি হননি শাফিন।
গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময় সীমা দেওয়া হলেও শাফিন ওই সময়ের মধ্যে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হননি।
এরই মধ্যে শাফিনের ব্যাচের স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাই বিশ্ববিদ্যালয় ভর্তি অধ্যাদেশ ৪ ধারা অনুযায়ী স্নাতকোত্তর শ্রেণীতে রাশেদুল ইসলাম শাফিনের আর ভর্তির সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।