আমাদের কথা খুঁজে নিন

   

কৃতজ্ঞতা

ভালবাসি এক চিলতে রোদে নিজের ছায়া দেখতে........

তোমাকে কি দেব আজ????? অনেক ভাবলাম অনেক ভাবলাম ধন্যবাদ কি করে দেই তোমাকে হাজার কোটি লক্ষ বার করা ভুল গুলো তুমি যখন মিষ্টি হেসে ক্ষমা কর তখন কি করে তোমাকে ধন্যবাদ দেই বল তো??????? আবার যখন..........এই মায়াহিন নিষ্ঠুর পৃথিবীর সাথে লিপ্ত যুদ্ধে হেরে যাই তখন সেই তুমিই মাথায় তোমার শীতল হাতের স্পর্শে জানিয়ে দাও ঐ যে ঐ যে তোর জয় একজন পরাজিত সৈনিকের কাছে এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আর কি হতে পারে???? না তোমাকে ধন্যবাদ দেব না কখনই না মা তোমাকে জানাই অশেষ কৃতজ্ঞতা তুমি না থাকলে পৃথিবীর আলো দেখা হতো না দেখা হতো না পৃথিবীর অন্ধকার আর তাই আজ বলতে বাধা নেই তুমি বিধাতার দেয়া আমার বড় উপহার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।