আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ভিত্তিক রাজনীতি

আমি পূর্ণয় তারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে কেন ? ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করে ক্ষমতা পাওয়ার জন্য। কেন বললাম ক্ষমতা পাওয়ার জন্য জানেন ? কারণ ইসলামিক দল হবে একটা। ইসলামের এক নীতি অথচ কেউ বানায় জামাত, কেউ হিজবুত তাহরির, কেউ খেলাফত মজলিস, কেউ হারকাতুল জিহাদ। এতো দল কেন ভাই ? তারা যদি ইসলামকেই রিপ্রেজেন্ট করে তাহলে তো সবার একটি দল হত। আসলে তারা ক্ষমতা পেতে ইসলামকে ব্যবহার করে।

আর ধর্ম্ভিত্তিক রাজনীতি বইলা তো আপনারা খুব লাফাইতাছেন ধরেন জামাত-ই-ইসলামীর মত জামাত-ই-হিন্দু, জামাত-ই-খৃস্টান ও কয়েকটা দল হইল। তারপর ২০ বছর পর হঠাত হিন্দু দল ক্ষমতায় আইসা গেল। তখন কই যাবেন ? তারা যদি অত্যাচার শুরু করে ? আসলে ভাই আপনাদের এই সব মূর্খতা সমাজে ফিতনা ফ্যাসাদ বাড়ানো ছাড়া আর কি বা করতে পারে ? ইসলাম সকল মানুষের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু একটা দেশে একজন বিধর্মী তার নিজের ধর্মই পালন করে নিজের ধর্মের প্রথা পালন করে। ধরেন একটি ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু পুরুষ অন্য হিন্দু নারীকে ধর্ষণ করেছে।

এবং এতে তাকে রজম করে মেরে ফেলা হল। কিন্তু হিন্দু সমাজ যদি সেটা মেনে না নেয় ? এমনকি ধর্ষিত নারীও যদি বলে যে "তাকে মেরে ফেলার অধিকার মুসলিম রা রাখে না" তখন কি হিন্দুদের মনে ইসলাম সম্পর্কে একটা ঋণাত্মক চিন্তার জন্য নিবে না ? এই চিন্তা থেকেই তো সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ধর্মভিত্তিক ভাবে রাজনীতি কেন হবে ? ধর্ম ভিত্তিক শাসন নীতি হতে পারে। যেই বেটা ক্ষমতায় যারা যাবে তারা ধর্মের নীতি পেশ করে দেশ চালাতে পারে। কিন্তু যারা ক্ষমতায় যায় নাই তারা ধর্মকে ব্যবহার করে রাস্তায় মারামারি করবে এটা কেমন কথা ? এখানে তো স্পষ্ট ধর্মের অবমাননা হচ্ছে।

তাই ধর্ম ভিত্তিক রাজনীতি নয় বরং রাস্ট্র পরিচালনায় ধর্মের নীতি ব্যবহার করা উচিত যে যার ধর্মের নীতি পালন করবে। ধর্মের নাম ধইরা জিহাদের নাম ধইরা দেশের রাজাকারদের সাথে হাত মিলায়া আপনারা কি ধর্মের উন্নতি কি উন্নতি করতেছেন ? দেশ প্রেম তো হারাম কিছু না। সাঈদীর মত রাজাকার সম্পর্কে জেনেও যারা বিশ্বাস করে না তাদের আর কি বলার। কিছুদিন আগে একটি সংস্থা সাঈদীর ফোনালাপ বের করল যা অশ্লীল কথা দিয়ে ভরা। তাও আপনারা বিশ্বাস করলেন না হাইরে।

আর কত সত্যকে পরিত্যাগ করে অন্যের হেদায়েত কামনা করবেন ? মাথায় টুপি পড়ে মুখে দাঁড়ি রেখেও আপনারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন কিনা তাতেও যেখানে সন্দেহ। (এটা একান্তই আমার নিজস্ব মতামত। আমার এই মতামত ভূল হতেই পারে। এর চেয়ে ভালো মতামত আমার মাথায় আসে না। তাই প্লীজ আমার মত একজন নির্বোধকে গালি দিইয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না।

আমার মাথায় এর চেয়ে বেশী বুদ্ধি নাই। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.