আমাদের কথা খুঁজে নিন

   

ধার্মিক ও আস্তিক ভাইদের জন্য, নাস্তিকদের খোঁচানো বন্ধ করুন ।

https://www.facebook.com/arshinogorer.porshi

ধর্ম নিয়ে এত মাতামাতি ভালো লাগে না রে ভাই আমি শুধু বুঝি ধর্ম তর্ক এর জিনিস না বিশ্বাস এর জিনিস । আরও নীচে পড়ার আগে পাঠকদের এইটুকু অঙ্গীকার করে নিচ্ছি আমি বাইবেল, গীতা এবং কোরআন শরীফ এই তিনখানা ভালো করে পরেই কথা গুলা লিখছি। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন দেশের নাগরিক হবার ফলে আমি আমার মত স্বাধীন ভাবেই প্রকাশ করতে পারি নতুবা এই ব্লগের পাঠকরা ভাবতে পারে দুই টাকা এর বিদ্যা অর্জন করে বড় বড় বুলি ছাড়ছে কিন্তু বেপারটা তা না।আজকাল খুব দেখি কিছু ব্লগার ধর্ম,নাস্তিকতা নিয়ে অনেক কথা লেখে বুঝিনা কেন রে ভাই নাস্তিকতা আপনাদের কি ক্ষতি করল রে ভাই?যার যার বিশ্বাস তার তার কাছেই থাকুক না?যারা এত বড় বড় বুলি ছাড়েন বুকে হাত দিয়া বলতে পারবেন আপনাদের নিজ নিজ ধর্ম নিজেদের ধর্ম পুস্তক এর মতে একশতভাগ পালন করছেন? (হুজুর, RABBI কিংবা পুরোহিত এর অনুযায়ী নয়) ভাই ভিতরে কাটলে শুধু লাল রঙই পাইবেন কি দরকার তর্কতে যেয়ে? কিছু ব্লগার দেখি তাদের ধর্ম নিয়ে অনেক কথাই বলে তাদের কে একটা ছোট প্রশ্ন করি আগে সব ধর্ম সম্পর্কে ভালো করে জানুন এরপর নিজেকে একটা প্রশ্ন করেন আপনি কি বিশ্বাস করতে চান?আপনার মনকে শান্তি দেয় কোন ধর্ম? বলতে গেলে তো ভাই অনেক কথাই আসে তাই না? তরবারির আগায় কোন ধর্ম থাকে???কোন ধর্মতে মন ভুলানো রুপকথা থাকে???কোন ধর্মতে জাদুকারি ক্ষমতা থাকে???এমন হাজার হাজার প্রশ্ন করা যাবে থাকনা সেসব কথা নিজে বিশ্বাস করেন সেটা নিজের ভিতরেই রাখেন ...... কেও তো আপনার উপর তার নাস্তিকতা চাপিয়ে দিচ্ছেনা বলছেনা তুই মূর্খ তাই যুক্তি বুঝছিস না এমন ও তো কিছু - কেও বলছেনা তাহলে কেনরে ভাই আপনার ধর্ম নিয়ে এত চিল্লা চিল্লি ? কই মহানবী (দঃ) রে যেই বৃদ্ধা কাঁটা বিছিয়ে কষ্ট দিতেন উনি তো ঐ বৃদ্ধাকে কখনও কিছু করেছিলেন এমন কোন প্রমান পাওয়া যায়না।তেমনি যিশুখ্রিস্ট ক্রুশ বিদ্ধও হবার আগেও সবার জন্য দোয়া করিছিলেন এমন এ প্রমানই পাওয়া যায় তাহলে আপনাদের আস্তিক ভাইদের কেন এত জ্বালা নাস্তিকদের বিরদ্ধে???যার যার ধর্ম তার তার কাছেই থাক রে ভাই আপনি ১০০ তা যুক্তি দেখাইতে অবশ্যই পারবেন তেমনি নাস্তিকদের একটা যুক্তি ফিরিয়ে দিতে পারবেন এইটা আপনি নিশ্চিত??? আজগুবি মন ভুলানো তর্ক নয় বিজ্ঞানের যুক্তি দিয়া,মানবতার যুক্তি দিয়া হয়তোবা আপনি সেই প্রশ্ন এর উত্তর দিতে পারলেন না তখন আপনার ধর্মের কলটাই কিন্তু বাতাসে নড়বে তখন ভাবাবেগ নিয়ে হয়ত বলবেন নাস্তিকবাদিরা মূর্খ কিন্তু আপনি পণ্ডিত হয়ে কেন তর্ক করতে গেলেন যেখানে আপনি জানেন আপনার নিজেরও শতভাগ সেই জ্ঞান নেই বা আপনার ধর্ম,তর্ক এর উদ্ধে নয় এটি জেনেও ধর্ম নিয়ে কেন এত বাড়াবাড়ি??? থাক তত্ত্ব কথা কি দরকার ঝগড়া করার আপনার ধর্ম শ্রেষ্ঠ বলে। সব শেষ দুটি কথাই বলব আবার সবার জন্য "যার যার ধর্ম তার তার কাছে" আর "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহদুর" (কারো মনকে আঘাত দেবার জন্য আমার এই পোস্ট খানা নয়।কিন্তু কেও যদি পোস্ট খানা পড়ে কষ্ট পান সে জন্য আন্নতরিকভাবে দুঃখিত )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।