এমপির পুত্রবধূর শাড়ি পাল্টে না দেয়ায় যশোরে সন্ত্রাসীরা একটি ফ্যাশন হাউজে হামলা চালিয়ে তালা লাগিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ভিআইপি মার্কেট খ্যাত মুজিব সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার রঙ ফ্যাশনে লাগানো তালা ভেঙে দোকান খুলে দেয়। এ ঘটনার পর ওই মার্কেটের সব ব্যবসায়ীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এমপি সাহেবের ছেলের বউয়ের শাড়ি পাল্টানো নিয়ে রঙ ফ্যাশনে কথাকাটাকাটি হয়েছে।
পরে এ নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ব্যবসায়ীরা দোকানপাট খুলে দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, যশোর-৩ আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর ছেলে খালেদ হাসান জিউসের স্ত্রী রঙ ফ্যাশন হাউজ থেকে ৯ হাজার টাকায় একটি শাড়ি কেনেন। শাড়ি কেনার তিনদিন পর গতকাল সন্ধ্যায় তিনি ওই শাড়িটি পাল্টানোর জন্য দোকানে যান।
কিন্তু শাড়িটি ধৌত করে নিয়ে আসায় ওই দোকানের কর্মচারীরা সেটি পাল্টে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জিউসের স্ত্রী ওই দোকান থেকে চলে যান। এর পরপরই ৬-৭ জন সন্ত্রাসী ওই দোকানে হামলা চালিয়ে দুই কর্মচারীকে লাঞ্ছিত করে দোকানে তালা লাগিয়ে দেয়। এতে আতঙ্কিত হয়ে মার্কেটের অন্য ব্যবসায়ীরাও দোকানে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে দোকান খুলে দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রঙ ফ্যাশনের স্বত্বাধিকারী তনুজা রহমান মায়া জানান, শাড়ি পাল্টে দেয়া নিয়ে বিবাদের সূত্র ধরে কয়েক জন সন্ত্রাসী তার দোকানে এসে কর্মচারীদের লাঞ্ছিত করে দোকানে তালা লাগিয়ে দেয়। এ প্রসঙ্গে যশোর-৩ আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো জানান, শাড়িটি ধুয়ে দেয়ার পর রঙ উঠে একাকার হয়ে যায়। বিষয়টি রঙ ফ্যাশন হাউজকে জানালে তারা শাড়িটি পাল্টে দেয়ার প্রতিশ্রুতি দেয় এবং পাঠিয়ে দেয়ার অনুরোধ জানায়। কিন্তু তার পুত্রবধূ শাড়িটি নিয়ে সেখানে গেলে কর্মচারীরা দুর্ব্যবহার করে। এ নিয়ে উত্তেজনা ছড়ালে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তথ্যসূত্র
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।