আমাদের কথা খুঁজে নিন

   

এমপির পোলা ১৫ টাকা তোলা!!!

চা এর কাপ এ চুমুক দিচ্ছিলাম আর এক ফ্রেন্ড এর জন্য অপেক্ষা করছিলাম...পকেট এ মাত্র ২০ টাকা!! বন্ধু আসছে পাওনা টাকা দিতে... এমন সময় আমার পাশে বাইকে করে একটা ছেলে নামলো... আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম কিন্তু বেশ আওয়াজ করে স্টান্ট দেখিয়ে সে সবার নজর তার দিকে ঘুরিয়ে নেয়... ছেলেটা একটা সিগারেট ধরিয়ে মামাকে চা দিতে বলে... মামা ভ্রু কুচকে দেখলাম চা বানানোয় মনযোগ দিল আর বির বির করে আমাকে শুনিয়ে বলতে লাগলো "শালার ঘরের শালা এমপির পোলা না হইলে ওরে..............." আমি মনে মনে হাসলাম,তার পর চা এর বিল টা দিয়ে মানি ব্যাগ এ টাকা গুজে যেই বের হব দেখি বন্ধুটি আমার পিছনে দাড়ানো! ওর জন্যে একটা ছিগারেট নিয়ে দুরে যেয়ে বসলাম আড্ডা দিতে... কিন্তু কথা হইছে গিয়া তা না কথা হইলো গিয়া আড্ডা শেষে পরলাম বিপত্তিতে!! বিল দিতে গিয়ে দেখি মানি ব্যাগ এ টাকা নাই!! বন্ধু বলল "ঐ রাখ তো আমি দেই" আমি কইলাম না তুই দিবি কেন!!! টাকাটা আসে পাশেই কোথায় পরছে!!! ও বলল কত আসিল রে ? আমি কইলাম ১৫ টাকা! যাক গেসে গেসেই! বন্ধুই টাকাটা দিল আর বের হওয়ার সময় বলল: "তুই ছিগারেট নেয়ার সময় ঐ বাইকার ছেলেটাই টাকাটা পকেট এ পুরছে! আমি তো ভাবছিলাম উনার এই টাকা!" শুনে আমি তো পুরা "থ" !!! মামা যে ওরে কেন গালি দিসিলো বুঝতে আর বাকী থাকলো না...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.