এমপির নাম ভাঙিয়ে কীর্তনখোলা নদীর পাড় দখল করে সেখানে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ছাড়া নগরীর সাগরদীতে সিটি খাল দখল করে সেখানে তিনটি স্টল নির্মাণের কাজ করছেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন। জানা যায়, নগরীর চাঁদমারীতে কীর্তনখোলা নদীর পাড়ে গাইডওয়াল নির্মাণের কাজ করাচ্ছেন ব্যবসায়ী মো. হুমায়ুন কবির। বর্তমান এর বাজারমূল্য অর্ধ কোটি টাকার বেশি।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে কীর্তনখোলা নদীর তীরঘেঁষে বিশাল এলাকা নিয়ে বালু, পাথর ও সুরকির ব্যবসা করছেন কালুশাহ সড়কের বাসিন্দা ঠিকাদার মো. হুমায়ুন কবির।
তিনি পর্যায়ক্রমে নদীর পাড়ে দেয়াল নির্মাণ করে লম্বালম্বি বিশাল এলাকা দখল করে রেখেছেন। এ ব্যাপারে ব্যবসায়ী হুমায়ুনের ছেলে মো. বাবু জানান, বর্তমান এমপি শওকত হোসেন হিরণের কাছ থেকে তারা জমি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। হিরণের নির্দেশে গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। সাগরদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন সাহা বাবু ওরফে সাহা বাবু জানান, ছাত্রলীগ সভাপতি জসিম খালের অংশবিশেষ দখল করে তিনটি স্টল নির্মাণ করছেন। স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল কবির চৌধুরী রিজভী জানান, আগে খালের পাড়ঘেঁষে চারটি দোকান ছিল।
১৯৭৫ সালে দোকান চারটি আবদুল আজিজ হাওলাদার, বলাই সূর্যপাল ও হোসেন নামে তিন ব্যবসায়ীকে লিজ দেওয়া হয়েছিল। শওকত হোসেন হিরণ মেয়র থাকাকালে সাগরদী বাজার উন্নয়নের নামে দোকান চারটি ভেঙে আগের মালিকদের ওই চারটি দোকান পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাজারের উন্নয়নকাজ শেষ হওয়ার পর দোকান চারটি আগের মালিকদের কাছে লিজ না দিয়ে ওই চারটি দোকানের জমিসহ খালের মধ্যের আরও ২০ ফুট ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের ভগি্নপতি কামাল পাশা ও যুবলীগের আবুয়াল হোসেন অরুণের কাছে লিজ দেয় সিটি করপোরেশন। দশম সংসদ নির্বাচনের প্রাক্কালে ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন তড়িঘড়ি করে খালের অংশবিশেষ দখল করে তিনটি স্টল নির্মাণের কাজ শুরু করেন। এরই মধ্যে ওই স্থানে তিনটি স্টলের জন্য পাকা মেঝে ও খালের মাঝে অন্তত ১০০ ফুট দীর্ঘ দেয়াল নির্মাণ করা হয়েছে।
তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, স্টল লিজ নিয়ে দোকান মালিকরা ভাঙন রোধে খালের মাঝে বাঁধ দিচ্ছেন। এতে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে খবর পেয়ে সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো. জাহাঙ্গীর সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বললে তিনি হুমকির শিকার হন। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন বলেন, সাগরদী বাজারের পাশে খাল ভরাটের অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে নোটিস দেওয়া হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর রিজভী চৌধুরী বলেন, সাগরদী খাল দখল করে ছাত্রলীগ নেতার স্টল নির্মাণের বিষয়টি বিসিসি মেয়রকে অবহিত করা হয়েছে। সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, খাল ভরাট করে স্টল নির্মাণের ব্যাপারে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।