“আমি মুক্ত মতে বিশ্বাসি ”
আগামী কাল পত্রিকার পাতায় আসবে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে মেরিল প্রথম আলো পুরষ্কার ২০১০ এর অনুষ্ঠান। আমি ও তাই মানে নেব। কিন্তু যারা নিশ্বার্থ ভাবে খেটে এসেছে তাদের কথা এখানে আসবে না পত্রিকার পাতায়।
প্রথম আলো বন্ধুসভা, প্রথম আলোর একটি বৃহৎ সেচ্ছা সেবকদল। যারা এখানে আছেন তাঁরা কেউই অশিক্ষিত নয়।
তাঁরা সবাই স্ব শিক্ষিত এবং সুশিক্ষিত। আমার মনে হয় না বন্ধুসভার বন্ধুরা লাইম লাইটে আসার জন্য কাজ করে। হ্যা, থাকতে পারে দু -একজন। এত বড় ইভেন্ট পরিচালনা করতে যেকোন প্রতিষ্ঠান হিমসিম খায়। কিন্তু প্রথম আলোর জন্য তা খুবই সহজ।
কারন তাদের আছে অসংখ্যা কর্মী।
আমি কর্তৃপক্ষকে সরণ করিয়ে দেবার জন্য বলছি। এটা ভুলে গেলে হবেনা কেউ আপনাদের বেতন ভুক্ত কর্মচারী নয়। আপনারা তাদের সঠিক সম্মানটুকু করবেন। এই কাজটুকু অন্তত করুন, যাতে আমরা গর্ভকরে বলতে পারি আমরা বন্ধুসভার বন্ধূ।
এতগুলো কথা আমি তাদের হয়ে বলিনি যারা বন্ধসভাকে উপরে উঠার সিড়ি ভেবে নিয়েছে। আমি তাদের হয়ে বলেছি যারা সেচ্ছায় কাজ করতে আনন্দ বোধ করে। ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।