এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না...... মেরিল প্রথম আলো পুরষ্কার নিয়ে যাদের অ্যালার্জি তাদের বলিঃ
১। আজকে Star Cineplex/বাংলাদেশের সিনেমা হল খোলা ছিল।
২। আজকে হয়ত অনেকের জন্মদিন ছিলো। তারা তাদের বন্ধুদের নিয়ে আনন্দ-ফুর্তিও করছে।
৩। সবাইতো আজকে গান শুনছেন অথবা TV তে তো সারাক্ষন আর খবর দেখাচ্ছে না। নাচ-গানও দেখাচ্ছে।
৪। শুক্রবার যেহেতু তাই অনেক Community Center এ আজকে বিয়েও হচ্ছে।
৫। লাঞ্জ এ বসে কিছু টাইপ এর ছেলে-মেয়েরা সিসাও খাচ্ছে।
ভাই। জীবন কখনই থেমে থাকে না। কষ্ট সবাই পাইছে।
যার যেমন সাধ্য সেভাবে সাহায্যও করতেছে। এর উদাহারন খুজতে ফিরে গেলাম রাজীব-প্রভার দিকে। মানে ধরা খাইলে/প্রকাশে কিছু হইলে সেটা খারাপ। আর যেটা কেও জানলো না/গোপন থাকলো, সেটা ভালো। আজব টাইপ এর মানুষ এই দেশে!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।