হাতে লেখা একটি অনুমতিপত্রে কেট ও উইলিয়ামের বিয়েতে সম্মতি জানিয়েছেন মহারাণী এলিজাবেথ।
ব্রিটেনের রয়াল ম্যারেজেস অ্যাক্ট ১৭৭২ অনুযায়ী, রাজা দ্বিতীয় জর্জের সন্তানদের বিয়ের আগে রাণীর অনুমতি নিতে হয়।
ভেলামে (চামড়ার কাগজ) লেখা 'এলিজাবেথ আর' স্বাক্ষরিত এই অনুমতিপত্র, যার নাম 'ইন্সট্রুমেন্ট অব কনসেন্ট', তার একটি কপি প্রিন্স উইলিয়ামের দপ্তর থেকে ২১ এপ্রিল প্রকাশিত হয়। পত্রটিতে রাণীর সিলমোহরও রয়েছে, যার নাম 'গ্রেট সিল অফ দি রিম'।
শুক্রবার বিয়ের পর রোববার আনুষ্ঠানিকভাবে মূল পত্রটি উইলিয়াম ও কেটের হাতে তুলে দেওয়া হবে।
এতে লেখা হয়েছে, 'প্রিয়তম দৌহিত্র, ওয়েলসের প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপ কে.জি. এবং আস্থাভাজন ও প্রিয় ক্যাথেরিন মিডলটনের বিয়েতে আমি সম্মতি দিচ্ছি।'
ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহ্য অনুসারে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজকীয় নথির ক্ষেত্রেই ভেলাম ব্যবহৃত হয়।
গত ২১ এপ্রিল রাণী পঁচাশি বছরে পদার্পণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।