অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,
”উল্লেখ্য যে রানী রাসমণি একজন জেলের মেয়ে ছিলেন। সিপাই বিপ্লবের সময় তিনি একজন উচ্চ পদস্থ ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার হিসাবে বৃটিশ সরকার রাসমণিকে মাকিমপুর ষ্টেটের জমিদারি প্রদান করেন এবং তাঁকে রানী উপাধিতে ভূষিত করেন। রানী রাসমণির এক নাতির নাম ছিলো নবগোপাল। তিনি তাঁর স্নেহাস্পদ নাতির নাম এবং পুরানো ইতিহাসকে স্মরনীয় করে রাখার জন্য নাতির নামের ‘গোপাল’ অংশটি প্রথমে রেখে তার সাথে রাজগঞ্জের ‘গঞ্জ’ যোগ করে এ জায়গাটির নতুন নামকরন করেন গোপালগঞ্জ।”” (সরকারী ওয়েবসাইট থেকে পাওয়া...নীচে লিংক দেয়া আছে)
http://www.gopalganj.gov.bd/node/435096
সিপাহী বিপ্লব করেছিল আমাদের ভাইয়েরা বৃটিশদের শোষন থেকে দেশকে স্বাধীন করার জন্য।। আর বৃটিশদের সাহায্যকারী হিসেবে উক্ত ‘রানী রাসমণি’ হলো মীরজাফর বা রাজাকার!! আর সেই মীরজাফর বা রাজাকারের নাতির নামেই বাংলাদেশের জেলা!!!
গোপালীরা নাকি কপালীও!!! (Click This Link)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।