আমাদের কথা খুঁজে নিন

   

সংসার : মার্চ ২৯, ২০০৫

http://www.myspace.com/423882880/music/songs/31785002

এই ঘর, আমি আর পরিধি আমার উঠোনে শায়িত অনাগত দিনগুলো বিবর্ণ রঙ্গীন, তবু রয়ে যায়! তবু বয়ে যাই বুক পকেটে শীতল নিশ্বাস অনাবৃত আশাগণ যেন প্রলোভন, আর ছায়া পরিধি হেঁটে চলে সাথে, অচিন আশ্বাসে! তোমাকে খুঁজিনিতো সহযাত্রী দেখিনিতো শত নিস্প্রদীপতায় আলোকদ্যুতি বুঝিনি তো প্রতিবেশী, এই হৃদয় মাঝে জেগে ছিল- আমার ছুটি! কী ছিল সেই প্রথম চুম্বন? শিহরণ শুধু ! বিনিদ্র সহবাসের বিলুপ্ত নির্যাস! সেই আবছায়া ঘর আর মায়াময় স্যাক্সোফোন, সুরভিত বিছানা- কিছুইতো বদলায়নি! বদলে যাওয়া শুধু তোমার- আমার। যেন মাটির দামে কেনা সংসার, শেষে উবে গেছে উপযোগীতা সব আর্থ-মানবিক চাহিদার! তবু বয়ে যাও বুকের গভীরে- শীতল বিশ্বাস, অনাগত আশাগণ প্রলোভন যেন ! কাছে আসার ছলে শুধু দূরে চলে যাওয়া যেন দুজনের আড়ালে দুজনই খেলছি খেলা- পাশাপাশি, নিখুঁত নিয়মে! ছায়া পরিধি- আমরা দুজনার অনুভূতির তপ্ত কফিনে এখন ঘুমায় সংসার!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।