আমাদের কথা খুঁজে নিন

   

আসতে তো আর পরবো না আমি

কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনায় যাই,,,.।
মৃত্যুর পরের অবস্থা নিয়ে অনেকেই অনেক কথা বলবেন, কোন মুসোলমান ধর্মিক লোক জান্নাত-জাহান্নামের কথা বলবেন বা কোন হিন্দু লোক সর্গের কথা বলবেন কিন্তু আমার চিন্তা অন্যরকম। আমি মনে করি মৃত্যুর পর আমাদের সেই অবস্থাই হবে যা ছিলো আমাদের পৃথিবিতে আসার আগে। মানে শুন্য। মানে আমরা আসছি শুন্য থেকে আবার চলে যাবো শুন্যতে।

মাঝে কিছু সময়ের জন্য আমরা হাসি কান্না সুখ দুখঃ দিয়ে আমি আমার অস্তিত্তের প্রমান দিয়ে গেছি। সে যাই হোক, ছিলো তো একটা অস্তিত্ত আমার। সাথে ছিলো কিছু ইন্দ্রিয় আমার, যা দিয়ে অনুধাবন করেছি এই বিশাল প্রকিতির একটু হলেও। একটু হলেও এই অনুভুতি দিয়ে অনুধাবন করেছি প্রিয়জনের ভালোবাসা আমার জন্য। একটু হলেও এই হাত দিয়েই স্পর্শ করেছি ভালোবাসায় আদ্রতায় পরিপুর্ন কোন হাত বা কোন কপোট চাহনি শুধুই এই আমার জন্য।

এই সবই আমার অস্তিত্তের প্রমান দেয় প্রতিনিয়তো। কিন্তু আমার মৃত্যুর পর হয়তো কাছের কিছু মানুষ আমাকে কিছু সময়ের জন্য মনে রাখবে। তারপর............ তারপর আমার অস্তিত্ত বিলিন হবে গ্যাসের বেলুন আকাশে বিলীন হওয়ার মতো। এই সুন্দর বিশ্বভ্রমান্ডের কোন অংশেই আমার কোন প্রমান থাকবে না। থাকবো না আমি কোথাও না কারো শত্রু হয়ে জিঘাংসায় পরিপুর্ন রিদয়ে না কোন প্রিয়ার ভালোবাসায় পরিপুর্নো মনে।

এই পৃথিবি হয়তো আরো অনেক এগিয়ে যাবে। প্রত্তেক মানুষের হাজার হাজার গল্প তৈরি হবে। কিন্তু আমি থাকবো না কোথাও। আমার শরীর হয়তো জৈব সারে পরিনত হয়ে শক্তি দিবে কোন গাছকে। একসময় ঐটাও মাটিতে পরিনত হবে।

মাটি থেকে হবে ইট। এই ইট দিয়েই হবে কোন অট্টালিকা। আমার শরিরের এই ইটের পাশেই হয়তো ঘটবে অনেক মনুষের অনেক সুখ দুখের গল্প কিন্তু হায়, আমি তার সাক্ষি হতে পারবোনা। আমার অস্তিত্ত বলে যে কিছুই থাকবে না আর। তারো হাজার হাজার কোটি বছর পর হয়তো আমার এই প্রিথিবি কিংবা আমাদের এই মিল্কি ওয়েই থাকবে না।

হ্য়তো আরো ট্রিলিয়ন কোটি বছর পর একটা নতুন গ্যালাক্সিতে আরেকটা নতুন পৃথিবি হবে। আবার নতুন করে সময় শুরু হবে। শুরু হবে মানুষের হাসি কান্না সুখ দুখ্যঃ নিয়ে নতুন নতুন সব গল্প কিন্তু সেখানে আমি থাকবো না, থাকবেনা আমার কোন চিন্হ। আমি আর কখনই ফিরে আাসতে পারবো না, অংশ হতে পারবোনা কোন কিছুরই। তাই আমার কানতে ইচ্ছা করে.................
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।