আমাদের কথা খুঁজে নিন

   

আসতে যদি।

সাপেক্ষে সবই ফেইক

মনে করো দুপুর বেলায় ফাকা রাস্তা,
মেঠো পথ, আমের মুকুল, ভরা ফাল্গুন,
মাচাং এর নিচে দাঁড়িয়ে কিংবা বসে,
ঝিঙে ফুল, কানের দুল, কেমন লাগবে?

অথবা তীব্র রোদ, বিদ্যুৎ বিভ্রাট,
ধূমায়িত ভাত, সুস্বাদু সালুন,
আটপৌরে শাড়ি, হাতে হাত পাখা,
যত্ন আত্তি, জোরাজুরি, কেমন লাগবে?

যদি নিঃসঙ্গ চিত্ত, বেদনার্ত হয়,
রবির সুরে বাঁধা গান, গেয়ে শুনাই,
কপাল টিপে, দু চোখে স্বপ্ন নামাই,
অঝোর ঘুম, বেলা গড়াবে, কেমন লাগবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।