নারীর সমঅধকিার নশ্চিতিকরণ ও জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নরে দাবতিে জামালপুররে বভিন্নি মহলিা সংগঠন মানববন্ধন র্কমসূচি পালন করছে।ে
গতকাল বৃহস্পতবিার সকাল ১০টায় শহররে দয়াময়ী মোড় চত্বরে জাতীয় মহলিা সংস্থা জামালপুর জলো শাখা এই মানবন্ধন র্কমসূচরি আয়োজন কর।ে সকাল ১১টা র্পযন্ত ঘন্টাব্যাপী এই মানবন্ধন র্কমসূচি চলাকালে সম্পদ, র্কমসংস্থান , বাজার ও ব্যবসায় সমান সুযোগ ও অংশীদারত্বি দওেয়া এবং উর্পাজন , উত্তরাধকিার , ঋণ ভূমি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে র্অজতি সম্মত্তরি ক্ষত্রেে নারীর র্পূননয়িন্ত্রন অধকিার কখনই কুরআন ও সুন্নাহ বরিোধী নয় বলে বক্তরা দাবী জানান।
এ সময় বক্তব্য রাখনে জাতীয় মহলিা সংস্থা জামালপুর জলো শাখার চয়োরম্যন রাশদো ফারুকী, জলো মহলিা বষিয়ক র্কমর্কতা নাসরনি জাহান, লাইলী বগেম, সাঈদা আক্তার প্রমূখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।