আমাদের কথা খুঁজে নিন

   

আম্মার বাগানের ফল (আর সবজিও)


আম্মার বাগানের শখের কথা আগেও বলেছি। এইবার আরও কিছু ছবি দিয়ে আমার ফাঁকিবাজি পোস্ট। ১. এটা আম্মার টমেটো গাছ। টমেটো পাকার সময় পায় না। এই অবস্থাতেই ছোট ভাগ্নে তার মায়ের জন্য গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়।

২. এটা আম্মার মরিচ গাছ। মরিচে মরিচে ভরে গিয়েছে। ৩. একই গাছের ছবি, আরেক দিক থেকে। ৪. মরিচটা কিন্তু ঝাল আছে। ৫. এটা আম্মার খুব আদরের একটা গাছ।

৬. আরেকটু কাছ থেকে দেখি। ৭. আরও কাছ থেকে। এটা যে কবে খাব। আজকের মত এইটুকুই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।