আমাদের কথা খুঁজে নিন

   

আম্মার ব্যাংক লুট

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

কিছু দিন আগে ভাইয়া ইংলিশ মুভি দেখছিল। সামনে আম্মা ও আমি ছিলাম।

মুভিটার এক পর্যায়ে দুইটা রোবোট মারামারি করছিল। বিল্ডিংয়ের এক পাশ ছিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে ভেংগেচুরে বের হচ্ছিলো। আম্মা এক পর্যায়ে বলে এগুলার চার টা যদি মতিঝিলের শাপলা চত্ত্বরে ছেড়ে দেওয়া যায় তাইলে মানুষ হুড়-মুড় করে পালাবে। শাপলা চত্ত্বর একেবারে ফাঁকা হয়ে যাবে। আমি বল্লাম তোমার মত ভীতু পাবলিকরা ত জায়গায় দাত লেগে ফিট হয়ে যাবে।

আর মানুষ পালিয়ে গেলে কি হবে? আম্মা বলল শাপলা চত্ত্বর ফাঁকা হয়ে যাবে "তখন আমি ওখানকার ব্যাংক গুলোতে যেয়ে বস্তা ভরে টাকা নিয়ে চলে আসব"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।