হরিনীর মতো চোখ আর
তোমার চুলগুলো যেন জমাট বাঁধা কালো মেঘ
মায়াবী তো বটেই
আরও অনেক বেশী সুন্দরী তুমি, রিনি
পত্রিকার হেডলাইন থেকে ভেতরে, প্রবন্ধে
কয়েকদিন তুমিই খবর
চায়ের স্টলে চা খাওয়ার ফাঁকে
পেপারটা হাতে নিয়ে অনেকেই অবাক
অবাক চোখে দেখে
ইনসেটে তোমার মায়াবী মুখ
চলে গেছ অনাকাঙ্খিত ভাবে তোমার ইচ্ছায়
আত্মহত্যা, পৃথিবীতে কার কি হয় বলো?
আগুনে পোড়া বীভৎস মুখ
ঝলসানো হাত-পা
জমাট বাঁধা কালো মেঘের মতো চুল
কারও হৃদয়ে বৃষ্টি হয়ে দোলা দিলনা
ছাই হলো পুড়ে।
আগুন বেছে নিলে সেচ্ছায়!
এপারের চাইতে ওপারটা কঠিন
আরও আরও অনেক।
কি সব স্বপ্ন একেছিলে মরীচিকার মতো
আগুনে পুড়বে ভাবোনি
ঝলসে যাবে স্বপ্নগুলো, তুমিও।
( এক বোনকে নিয়ে লেখা। আর কারও এই পরিনতি না হয়)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।