আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার অপরাধ দমন আইন প্রণয়নের সুপারিশ

রোববার জাতীয় সংসদে কমিটির দশম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে সাইবার অপরাধ যেভাবে বেড়ে চলছে সে বিষয়টি সমানে রেখে আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
“দেশে যতগুলো প্রটেকশন ওরিয়েন্টেড আইন আছে সবগুলোর সংযোজনের মাধ্যমে আইন প্রণয়নের জন্য বলা হয়েছে।”
আব্দুল ওয়াদুদ বলেন, “আইন তৈরির প্রক্রিয়া চলছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর এ বিষয়ে আরো সুস্পষ্ট আলোচনা করা হবে।”
গত ২০ মার্চ কমিটির ৭ম বৈঠকে ফেসবুক ও ব্লগের মাধ্যমে ধর্ম ও রাজনৈতিক বিষয় নিয়ে ‘উন্মাদনা’ বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের আওতায় বন্ধ করা যায় কিনা সেটি মন্ত্রণালয়কে খতিয়ে দেখার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, কে এম খালিদ, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ইসরাফিল আলম, ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)আইন ও বিধি-বিধান আপগ্রেড করার পাশাপাশি উপযুক্ত ব্যাক্তিকে এ বিভাগে পদায়ন করার পরামর্শ দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.